সফলতা একটাই আমাদের সবাই অনুসরণ ও অনুকরণ করে; আমাদের শুরুর দুইমাস পরে হলেও সেবা দিচ্ছে অনেকেই। সাহসী মানবিকতাকে সংক্রমিত ও আবেশিত করে অনেককেই মাঠে নামাতে সংক্ষম হয়েছি। সবাইকে শুভেচ্ছা ও শুভকামনা এবং আরো বেশি সেবার কেন্দ্র খুলুক এই প্রত্যাশা। এটাই সবচেয়ে ভালো লাগে। আমাদের ২১ শে এপ্রিল শুরুর সময়ে করোনা মানে ভয়ঙ্কর মৃত্যুর মর্মান্তিক হাতছানি! সেইসময়ে ভয়কে জয়, আতংককে কে ভালোবাসা ও স্নেহ দিয়ে আগলে রেখে রোগীদের যত্ন করেছি। সেই সময় চট্টগ্রাম ফিল্ড হাসপাতাল অন্তত সাধারণ মানুষের চিকিৎসা সেবাটা নিশ্চিত করেছিল।