Skip to content
Home » Blog » চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ফিল্ড হাসপাতালের মেডিকেল সরঞ্জাম প্রদান

চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ফিল্ড হাসপাতালের মেডিকেল সরঞ্জাম প্রদান

  • 1 min read

২৫০ শয্যা বিশিষ্ট চট্টগ্রাম জেনারেল হাসপাতালে চট্টগ্রাম ফিল্ড হাসপাতাল হতে ৪০টি মেডিকেল বেড ও অন্যান্য সরঞ্জামাদী প্রদান করা হয়। চট্টগ্রাম জেনারেল হাসপাতাল ব্যবস্থাপনা কমিটি সভাপতি মাননীয় শিক্ষা উপমন্ত্রী ব্যারিষ্টার মহিবুল হাসান চৌধুরী এমপির নিকট এসব সরঞ্জামদী হস্তান্তর করেন চট্টগ্রাম ফিল্ড হাসপাতালের প্রধান উদ্যোক্তা ও নির্বাহী এবং চট্টগ্রাম ফিল্ড হাসপাতাল ফাউন্ডেশনের সভাপতি ডা. বিদ্যুৎ বড়ুয়া।

এসময় সভায় স্বাগত বক্তব্য রাখেন চট্টগ্রাম ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সেখ ফজলে রাব্বি। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিএমএ সভাপতি অধ্যাপক ডা. মুজিবুল হক খান, চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরী, চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী, জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ডা. আব্দুর রব, সিনিয়র কনসালটেন্ট ডা. আবুল হোসেন শাহীন, হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সদস্য মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাফফর আহমদ, চসিকের ৩২ নং আন্দরকিল্লা ওয়ার্ড কাউন্সিলর জহর লাল হাজারী, সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর রুমকি সেনগুপ্ত, পরিবার পরিকল্পনা চট্টগ্রামের উপ-পরিচালক সুব্রত কুমার চৌধুরী প্রমুখ। জেনারেল হাসপাতা ব্যবস্থাপনা কমিটির অন্যান্য সদস্যরা সভায় উপস্থিত ছিলেন।