Skip to content
Home » Blog » হোম হসপিটালের দ্বিতীয় হেলথ ক্যাম্প অনুষ্ঠিত

হোম হসপিটালের দ্বিতীয় হেলথ ক্যাম্প অনুষ্ঠিত

  • 1 min read

চট্টগ্রামের ফিরিঙ্গি বাজারে সুবিধা বঞ্চিত মেয়েদের আবাসস্থল উপলব্ধিতে হোম হসপিটাল বিডির আয়োজনে ৩য় ফ্রি হেলথ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

উপলব্ধি বিশেষ করে সুবিধা বঞ্চিত মেয়ে শিশুদের আশ্রয় দেওয়ার পাশাপাশি লেখাপড়া থেকে শুরু করে ফ্রি সবকিছুর ব্যবস্থা করে। দীর্ঘদিন হেলথ চেকআপ না হওয়ার খবর শুনে হোম হাসপাতাল বিডির উদ্যোগে প্রায় ৭০ জন বিভিন্ন বয়সী শিশুদের চিকিৎসা সেবা ও স্বাস্থ্য সংক্রান্ত পরামর্শ এবং বিনামূল্যে ঔষধ প্রদান করে।

চট্টগ্রামের স্বনামধন্য স্ত্রী রোগ বিশেষজ্ঞ ডাঃ প্রীতি বড়ুয়া ও শিশু বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ সায়েমা সাদিয়া এতে চিকিৎসা সেবা ও পরামর্শ প্রদান করেন। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন হোম হসপিটালের প্রধান নির্বাহী ও কনসালট্যান্ট ডা বিদ্যুৎ বড়ুয়া।

সহযোগিতায় ছিল চট্টগ্রাম ফিল্ড হাসপাতাল , ধ্রুবতারা ইয়ুথ ডেভলপমেন্ট ফাউন্ডেশন, রোটারি ক্লাব অফ চিটাগাং প্রাইম এবং এলবিয়ন গ্রুপ।