Skip to content
Home » Blog » হালিশহরে চট্টগ্রাম ফিল্ড হাসপাতাল ফাউন্ডেশনের ফ্রি হেলথ ক্যাম্প অনুষ্ঠিত

হালিশহরে চট্টগ্রাম ফিল্ড হাসপাতাল ফাউন্ডেশনের ফ্রি হেলথ ক্যাম্প অনুষ্ঠিত

  • 2 min read

চট্টগ্রাম ফিল্ড হাসপাতাল ফাউন্ডেশনের ফ্রি চিকিৎসা ও ডায়বেটিস নির্ণয় ক্যাম্প নগরীর ২৪ নং উত্তর আগ্রাবাদস্থ বসুন্ধরা মডেল স্কুল এন্ড কলেজে অনুষ্ঠিত হয়েছে।

আজ (শুক্রবার) সকাল ১০ টা থেকে দুপুর ১টা পর্যন্ত প্রায় শতাধিক রোগীর জন্য এই ক্যাম্প পরিচালিত হয়।

চট্টগ্রাম ফিল্ড হাসপাতাল ফাউন্ডেশনের সভাপতি জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. বিদ্যুৎ বড়ুয়ার তত্ত্বাবধানে এই হেলথ ক্যাম্পে মেডিসিন, শিশুরোগ, ডায়বেটিস সহ ঠান্ডা ও শীতকালীনজনিত বিভিন্ন রোগের চিকিৎসা প্রদান ও বিনামূল্যে ওষধ বিতরণ করা হয়। এসময় ফাউন্ডেশনের সভাপতি ডা. বিদ্যুৎ বড়ুয়া বলেন, আমাদের এই বিনামূল্যের হেলথ ক্যাম্পের পরিসর আগে হতে বৃদ্ধি পেয়েছে। এখন ০৪জন চিকিৎসক নিয়মিত এই ক্যাম্পে সেবা প্রদান করছেন। আমরা রোগীদের পরিপূর্ণ চিকিৎসা সেবার জন্য ওষুধ, নিয়মিত চেকআপ ও অন্যান্য টেষ্টসমূহের ব্যবস্থা করার পাশপাশি স্বাস্থ্যসচেতনার প্রতি বিভিন্ন নির্দেশনা প্রদান করছি।

এই সময় ক্যাম্পে চট্টগ্রাম ফিল্ড হাসপাতাল ফাউন্ডেশনের ডা. সামিউল ইসলাম, ডা. সৈকত বড়ুয়া, ডা. মোতাহার হোসেন শাওন, বাবলা সৈকত সরকার, ফারুক চৌধুরী ফয়সাল, আবু কাইসার সৌরভ,ইমতিয়াজ আলম, তন্ময় পাল সেবা প্রদান করেন।

এলবিয়ন গ্রুপ, বসুন্ধরা কোচিং সেন্টার, রোটারী ক্লাব অব চিটাগং প্রাইম, রোটারেক্ট ক্লাব অব মেডিকেল কমিউনিটির সহযোগিতায় এসময় রোটারেক্ট হারুন, প্রমিথ ধর, রাফসা, অর্পিতা, মিমি, বসুন্ধরা কোচিং সেন্টারের পরিচালক মো আবদুল বাছেত, বসুন্ধরা স্কুলের পরিচালক জাফর আহমেদ, শিক্ষক শরিফ, সৈয়দ সবুজ প্রমুখ উপস্থিত ছিলেন।