চট্টগ্রাম ফিল্ড হাসপাতাল ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় নগরীর ইনটেনসিভ কেয়ার ডায়াগনিস্টক সেন্টারে বিনামূল্যে নাক-কান-গলার রোগীদের স্বাস্থ্যসেবা ও ঔষধ প্রদান করা হয়েছে।
চট্টগ্রাম ফিল্ড হাসপাতাল ফাউন্ডেশনের সভাপতি জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. বিদ্যুৎ বড়ুয়ার সার্বিক তত্ত্বাবধানে এই সময় রোগীদের সেবা প্রদান করেন প্রখ্যাত নাক-কান-গলা বিশেষজ্ঞ ও সার্জন, সিলেট সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের নাক-কান-গলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মনি লাল আইচ লিটু।
এসময় প্রায় একশত এর অধিক রোগী স্বাস্থ্যসেবা প্রদান করা হয়। এই প্রসঙ্গে ডা. বিদ্যুৎ বড়ুয়া বলেন, আমরা আমাদের নিয়মিত স্বাস্থ্য ক্যাম্প এর পাশাপাশি এই ধরনের বিশেষায়িত ক্যাম্পও এখন থেকে শুরু করলাম। আমাদের চেষ্টা থাকবে প্র্রতিমাসে বিভিন্ন বিশেষজ্ঞদের মাধ্যমে হতদরিদ্র রোগী স্বাস্থ্যসেবা প্রদান করা।